যমুনায় নিখোঁজের ৪ দিন পর মাঝি সুমন দাস বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ মে) স্থানীয়রা যমুনা নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ওসি নাজমুল হাসান।
মৃত শ্রী সুমন দাস বাবু (২৫) দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের শ্রী সুরেন দাসের ছেলে। তিনি পেশায় একজন মাঝি ছিলেন এবং নৌকা চালিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
এর আগে বুধবার (২০ মে) দুপুরে সুমন দাস যমুনা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি নৌকাটি তীরে ভেড়ানোর চেষ্টা করে নৌকা তীরে পৌঁছালে নদীর পাড় ভেঙে নৌকার ওপর পড়লে সুমন নদীতে পড়ে নিখোঁজ হয়। ঘটনার পর স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডুবুরিদল ২ দিন উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। অবশেষে শনিবার সকালে সুমনের মরদেহল ভেসে উঠে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, “নিখোঁজের ৪ দিন পর নদী থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”