নিষিদ্ধঘোষিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সাঈদ গ্রেপ্তারের খবরটি শুক্রবার (২৩ মে) দিনভর ফেসবুকে তার ছবিসহ ব্যাপকভাবে ভাইরাল হয়। এতে নিষিদ্ধঘোষিত স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আবারও গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সাঈদকে ঢাকার উত্তরা থানার একটি হত্যা মামলায় সেখানকার পুলিশই তাকে গ্রেপ্তার করেছে।’