• ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ জ্বিলকদ ১৪৪৬

চবি শিক্ষার্থীদের আমরণ অনশন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৭:৪৩ পিএম
চবি শিক্ষার্থীদের আমরণ অনশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্পোর্টস সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইনস্টিটিউটের দীর্ঘদিনের সেশনজট নিরসনের দাবিতে আমরণ অনশনে বসেছেন। এ ছাড়া অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার দাবি শিক্ষার্থীদের। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন তারা।

শনিবার (২৪ মে) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের নিচে এ আমরণ অনশনের কর্মসূচি শুরু হয়।

অনশনরত এক শিক্ষার্থী বলেন, “দীর্ঘদিন ধরে বিভাগের সেশনজট। আমরা অনেক ধৈর্য ধরেছি। বারবার প্রশাসন আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমরা আমরণ অনশনে কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। অ্যাকাডেমিক ক্যালেন্ডার ছাড়া আমরা অন্ধকারে হাঁটছি। কখন ক্লাস হবে, কখন পরীক্ষা—কিছুই জানি না। একটা বিশ্ববিদ্যালয়ে এটা কেমন ব্যবস্থা?”

মিফতাহ জাহান মিম নামের আরেক শিক্ষার্থী বলেন, “স্পোর্টস সায়েন্স একটি গুরুত্বপূর্ণ শাখা। কিন্তু আমাদের সঙ্গে যেন তামাশা করা হচ্ছে। আমরা উপাচার্য স্যারের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। কাগজে-কলমে নয়, বাস্তবে।”

স্বাধীন বসু মিয়া বলেন, “আমরা কোনো বিলাসিতা চাই না। শুধু চাই সময়মতো ক্লাস হোক, পরীক্ষা হোক, আর আমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হোক—যেন আমরা জানি আমাদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে।”

শিক্ষার্থীদের প্রধান দাবি হলো, সেশনজট নিরসন করে সর্বোচ্চ ৪ মাসের মধ্যে প্রতিটি সেমিস্টারের ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করা। আগামী ৩টি সেমিস্টারের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “ওদের পরিচালক এবং সভাপতি এসে সেশনজট নিরসনের রোড ম্যাপ ঘোষণা করলে ঝামেলা বন্ধ হয়ে যায়। এসব ক্ষেত্রে আমাদের খুব একটা করণীয় থাকে না। যদি না সংশ্লিষ্ট বিভাগ তাদের পরিকল্পনা প্রকাশ না করে।”

Link copied!