• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

সুসম্পর্ক বজায় রাখুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৪:০৯ পিএম
সুসম্পর্ক বজায় রাখুন

কোনো সম্পর্কই দোষত্রুটির ঊর্ধ্বে নয়। সব সম্পর্কেই ছোটখাটো ভুল বোঝাবুঝি কিংবা ঝগড়া থাকতেই পারে। কিন্তু বারবার ভুল বোঝাবুঝি হতে থাকলে সেটি কোনোভাবেই সুখকর নয়। এতে জীবনের শান্তি বিনষ্ট হয়। অনেক সময় আমরা নিজের অজান্তেই সুন্দর সম্পর্কটি শেষ করে দেই। অথচ একটু খেয়াল বা যত্ন করলেই অপার শান্তিতে ভরে উঠতে পারে আপনার প্রিয় সম্পর্কটি।

• অতীতের ভুল বোঝাবুঝি মনে রাখা সম্পর্কের জন্য খুব ক্ষতিকর। যেটা হয়ে গেছে সেটা ভুলে একই পরিস্থিতি যেন আবার সৃষ্টি না হয় সেই চেষ্টা করা উচিত।

• রাগ খুব স্বাভাবিক একটি আবেগ। যেকোনো বিষয়ে হুট করে রেগে যাওয়ার অভ্যাস থাকলে তা নিয়ন্ত্রণ করুন। হঠাৎ রাগ যেন সম্পর্ক নষ্টের কারণ না হয়।

• সন্দেহ করার অভ্যাস থাকলে সেটি খুব শিগগিরই ত্যাগ করুন। যে কোনো সম্পর্কের জন্যই এটি ক্ষতিকর। কোনো বিষয়ে সন্দেহ সৃষ্টি হলে সেটি খোলামেলা আলাপ করে নিন। এটিকে বাড়তে দেবেন না।

• সঙ্গীর ভাল দিকগুলো ফোকাস করে সেগুলি নিয়ে বেশি বেশি কথা বলুন। বেশি দোষ ত্রুটি খুঁজতে থাকলে একটা সময় গিয়ে দুজনেই দুজনের বিরক্তির কারণ হয়ে যেতে পারেন।

• যার যার স্বাধীনতার উপভোগ করুন। সঙ্গীকেও তার স্বাধীনমতো থাকতে দিন। নইলে, ’বাধা দিলেই বাঁধবে লড়াই, মরতে হবে।’

• দিনের কোনো একটা সময় করে যোগাযোগ বজায় রাখুন। একে অন্যের খোঁজখবর নিন। দেখবেন একটি সুসম্পর্ক জীবনের সৌন্দর্য কতটা বাড়িয়ে দেয়।

Link copied!