• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

আসল পশমিনা শাল চিনবেন কীভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪, ০৬:৪৫ পিএম
আসল পশমিনা শাল চিনবেন কীভাবে
শীত নিবারণে শালের কদর অনেক পুরোনো । ছবি : সংগৃহীত

শীতকালে অনেক রকম শাল ব্যবহার করি আমরা। তারমধ্যে পশমিনা শাল বেশ জনপ্রিয়। ফারসি শব্দ পাসমিনা থেকে এসেছে পশমিনা শব্দটি। এর অর্থ হলো, উল থেকে প্রস্তুত। হিমালয়ের কিছু অঞ্চলে পশমিনা ভেড়া থাকে। এই ভেড়ার পশম থেকেই তৈরি হয় পশমিনা শাল। আজকাল কিছু নকল পশমিনা শালও বাজারে পাওয়া যায়। তাই আসল ও নকল পশমিনা চেনা খুব কঠিন হয়ে যায়। এ শাল চেনার উপায় হলো-

  • পশমিনা শাল আসল হলে খুব মোলায়েম হবে। এই উল অত্যন্ত সূক্ষ্ম হয় যা শুধুমাত্র হাতেই বোনা যায়। ফলে খাঁটি পশমিনা শালের বুনন মেশিনে তৈরি শালের মতো নিখুঁত হয় না। কিছুটা অসমান হয় । এই পার্থক্য বুঝে নিতে হয়।
  • এ শালের নিচের অংশ থেকে সুতা ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেখুন গন্ধ বের হয় কি না। যদি গন্ধ  পান তাহলে সেটি আসল পশমিনা শাল। আর যদি ভিনেগার বা পোড়া পাতার গন্ধ পান, তাহলে এটি নকল। 
  • নকল পশমিনা শাল দেখতে চকচকে হয়। কারণ এগুলো সিল্ক বা নাইলন দিয়ে তৈরি হয়। আসলটি চকচক করবে না।
  • এটি চেনার সবচেয়ে সহজ পদ্ধতি হলো, শালের গায়ে যদি লেবেল আঠা দিয়ে লাগানো থাকে, তাহলে বুঝবেন সেটি আসল নয়। আসল পশমিনা শালে আঠা লেগে থাকবে না লেবেল লাগানোর জন্য সেলাইয়ের প্রয়োজন হবে।
  • চাদর উল্টে দেখুন। যদি নিচের অংশ পরিষ্কার হয় তবে বুঝবেন এটি আসল পশমিনা শাল নয়। মেশিনে তৈরি শালের নিচের অংশ পরিপাটি থাকে।
  • শালের কোণা হাতে ঘষে দেখুন লোম উঠছে কি না। যদি ওঠে তাহলে বুঝবেন এটি আসল নয়।
Link copied!