চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৩০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে পঞ্চম বারের মতো জাতীয় আইন অলিম্পিয়াড শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার’।
শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় চবির একে খান আইন অনুষদে সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজের (এসসিএলএস) আয়োজনে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের ঘোষণায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় দেশের অন্যতম বৃহৎ এই আইনভিত্তিক প্রতিযোগিতা।
অলিম্পিয়াডে রয়েছে পাঁচটি ধাপ। সেগুলো হলো, পিক্টোরিয়াল প্লী, রেবেলিয়াস স্পিরিট, ক্রিটিক্যাল আই, রিফর্ম অ্যাসেম্বলি ও সিম্পোজিয়াম রাউন্ড। যার তিনটি ধাপ অনুষ্ঠিত হয় উদ্বোধনী দিনে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের মূল লক্ষ্য, তরুণ আইন শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ আইন নিয়ে সচেতনতা সৃষ্টি, সমালোচনামূলক বিশ্লেষণ ও যুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়ন।