• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

‘রাজনীতিতে যারা এতিম, তারাই পিআর নির্বাচন চায়’


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৯:৫৬ পিএম
‘রাজনীতিতে যারা এতিম, তারাই পিআর নির্বাচন চায়’
বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, “রাজনীতিতে যারা এতিম, নির্বাচনে অংশ নিয়ে যাদের জামানত বাতিল হবে, তারাই সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন চায়। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না, দল তা ঠিক করে দিবে এমন কালচার অনেক পিছিয়ে রয়েছে।”

শুক্রবার (১১ জুলাই) বিকেলে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, “ইভিএম যেমন বিতর্কিত ছিল, ভোট চুরির মেশিন হিসেবে। পিআর ঠিক একই বিষয়, সে বিষয়ে জনগণ যেমন নেতারাই অনেকে বুঝে না। আমরা অনেকেই বুঝি না পিআর কী?”

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, “সংখ্যানুপাতিক যে ভোট, সেটা আজকে তারা নিয়ে এসে বির্তক সৃষ্টি করে নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায়। তারা জানে নিবার্চন একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক হলে বিএনপি বিজয় লাভ করবে, তাই তাদের ঘুম হারাম।”

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ভিপি জলিল, ফারুক উদ্দীন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, আমিনুল হক বাচ্চু, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ আরও অনেকে।

Link copied!