• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

প্রকাশ্য দিবালোকে গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৩:৩৪ পিএম
প্রকাশ্য দিবালোকে গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রকাশ্য দিবালোকে দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ নিহত ব্যক্তির নাম প্রকাশ না করলেও ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহত ব্যক্তি হচ্ছেন কর্নেল ইভান ভোরোনিচ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

জানা গেছে, এসবিইউর ওই কর্মকর্তা পার্কিং লটে হাঁটছিলেন, এমন সময় অজ্ঞাতনামা এক হামলাকারী কাছে এসে তাকে একাধিক গুলি করে পালিয়ে যায়। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য দেখা গেছে।

এসবিইউ সাধারণত ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে, যা যুক্তরাজ্যের এমআই৫-এর মতো। তবে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই সংস্থাটি রাশিয়ার অভ্যন্তরে গোপন অভিযান ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছে।

গোপন সূত্রের বরাতে ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম, এমনকি বিবিসিকে পর্যন্ত জানিয়েছে যে, ২০২৪ সালের ডিসেম্বরে রাশিয়ার উচ্চপদস্থ জেনারেল ইগর কিরিলোভকে হত্যার পেছনে তাদের হাত ছিল।

চলতি বছর আরও এক রুশ জেনারেল, ইয়ারোস্লাভ মস্কালিক, মস্কোতে গাড়ি বোমা হামলায় নিহত হন। এই ঘটনার জন্য ক্রেমলিন সরাসরি কিয়েভকে দায়ী করলেও, ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এসবিইউ এবং কিয়েভ পুলিশ—কোনো পক্ষই এই হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু জানায়নি।

এক বিবৃতিতে কিয়েভ পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। হামলাকারীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে এবং তাকে আটক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসবিইউ বলেছে, এই অপরাধের পেছনের সব তথ্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনতে আমরা ব্যাপক অনুসন্ধান শুরু করেছি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে স্থানীয় সময় ৯টার কিছু পর কিয়েভের দক্ষিণাঞ্চলীয় হোলোসিভস্কি জেলায় এক ব্যক্তি একটি ভবন থেকে বেরিয়ে পার্কিং লটে যান। তার হাতে একটি প্লাস্টিক ব্যাগ ও একটি হোল্ডঅল ব্যাগ ছিল। ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি দৌড়ে এসে খুব কাছ থেকে গুলি ছোড়ে। 

অনলাইন নিউজপোর্টাল ‘ইউক্রেইনস্কা প্রাভদা’ অজ্ঞাতনামা সূত্রের বরাতে জানায়, হামলাকারী একটি পিস্তল দিয়ে পাঁচবার গুলি করেন।

Link copied!