• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

টানা বৃষ্টিতে বিদ্যুতে ‘সুখবর’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৬:৩৫ পিএম
টানা বৃষ্টিতে বিদ্যুতে ‘সুখবর’
বিদ্যুতের লাইন। ছবি : সংগৃহীত

টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই ২৩০ মেগাওয়াট পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের সব কয়টি চালু করা হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি করা হয়েছে। 

শুক্রবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

মাহমুদ হাসান জানান, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদে পানি বৃদ্ধির কারণে এবার একযোগে চালু করা হয়েছে কেন্দ্রের ৫টি ইউনিট। 

বুধবার (৯ জুলাই) রাত ৮টা থেকে একযোগে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

মাহমুদ হাসান জানান, বুধবার ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১২ মেগাওয়াট। যা উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে। ৫টি ইউনিটের মধ্যে ১নং ও ২নং ইউনিট হতে প্রতিটি থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

মাহমুদ হাসান আরও জানান, বৃহস্পতিবারও (১০ জুলাই) এই প্রকল্পের ৫টি ইউনিট পুরোদমে চালু ছিল। এখান থেকে বৃহস্পতিবারও ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে প্রকল্প অফিস সূত্র জানান।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বেশ কয়েকদিন ধরে রাঙ্গামাটিতে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বুধবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৯৬ দশমিক ৪১ ফুট। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদের পানি থাকার কথা ৮৫ দশমিক ২৮ ফুট। কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট।

তথ্য : বাসস।

Link copied!