• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশইন


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৪:৪৫ পিএম
শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশইন
সীমান্ত। ফাইল ফটো

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে পুশইনের পর ওই ১০ জনকে গ্রেপ্তার করে রামচন্দ্রকুড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন, মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী, মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা, মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু, আলম আমীনের ছেলে কাজল, জামালের স্ত্রী ফাতেমা, আল আমীনের ছেলে আদিল ও ইয়ামিন, জামালের কন্যা লামিয়া ও রাবেয়া।

গ্রেপ্তাররা জানান, দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত আমজাদ আলীর চিকিৎসার জন্য অবৈধ পথে ভারতের দিল্লির ফরিদাবাদে যান তারা। পরে আমজাদ আলী সেখানে মারা গেলে বাকিরা সেখানেই থেকে যান। পরে জীবিকার তাগিদে তারা শ্রমিকের কাজ শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা ভারতীয় পুলিশের হাতে তাদের ধরিয়ে দেয়। পরে বিএসএফ সদস্যরা শুক্রবার পানিহাতা সীমান্তপথে তাদের পুশইন করে।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!