• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

যেভাবে বাড়িতেই ম্যানিকিউর করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ০৭:২৯ পিএম
যেভাবে বাড়িতেই ম্যানিকিউর করবেন
ছবি: সংগৃহীত

সামনে ঈদ। ঈদে নিজের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। তবে ব্যস্ততার কারণে অনেকেরই পার্লারে যাওয়ার সময় হয় না। আবার খরচও বেশি। তখন সময় ও খরজ বাচাতে বাড়িতেই ম্যানিকিউর করে নিতে পারেন। এজন্য প্রয়োজন কয়েকটি ধাপ মেনে চলা। বাড়িতে ম্যানিকিউর করবেন তা জেনে নিন।

ম্যানিকিউর করতে যা যা লাগবে

  • একটি ছোট গামলা
  • একটি নরম স্টিক বা কটন বাড
  • নেইলকাটার
  • তুলা
  • কটন বাডস
  • নেইল ভার্নিশ রিমুভার
  • হ্যান্ড ক্রিম।

ধাপ ১
বড় গামলায় হাতের কবজি পর্যন্ত ডোবা কুসুম গরম পানি ঢালুন। এরপর তাতে হাত ভিজিয়ে রাখুন। চাইলে বাটির পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু বা শাওয়ার জেল যোগ করতে পারেন।

ধাপ ২
৫-১০ মিনিট পর হাত উঠিয়ে নিয়ে নখ পরিষ্কার করতে হবে। নখ পরিষ্কার করতে অবশ্যই নরম ব্রাশ ব্যবহার করুন। মোটেও শক্ত ব্রাশ ব্যবহার করা উচিত নয়। এরপর হাত ধুয়ে ফেলুন। এবার স্ক্রাবিং। বাজার থেকে কেনা অথবা বাড়িতে বানানো স্ক্রাবার দিয়েও হাত পরিষ্কার করতে পারেন।

ধাপ ৩
নখে নেইল পলিশ থাকলে রিমুভার দিয়ে তুলে ফেলুন। নেইলকাটার দিয়ে চারকোনা, লম্বাটে কিংবা গোলাকৃতি করে নিজের পছন্দ মতো নখ কেটে নিন। নেইল ফাইলার দিয়ে নখ ফাইল করে নিন।

ধাপ ৪
এবার একটি কটন বাড বা একটি নরম কাঠির চারপাশে তুলোর পশম মুড়িয়ে নিন। এরপর আলতো করে নখের কিউটিকল পিছনের দিকে ঠেলে পরিষ্কার করুন।  কিউটিকল কাটার দিয়ে নখের দুই পাশের মরা চামড়া তুলে ফেলুন। আর নখের ভিতর পরিষ্কার করতে একটি কটন বাড ব্যবহার করুন। তবে, কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না।

ধাপ ৫
এবার কিউটিকল এবং হাতে ক্রিম লাগিয়ে নিন। তারপর হাতের কিউটিকল ও ত্বকে ম্যাসাজ করুন। এজন্য ভিটামিন বি ও ই সমৃদ্ধ এবং গোলাপ তেলযুক্ত ক্রিম বেছে নিতে পারেন। তারপর ভেজা তোয়ালে দিয়ে অতিরিক্ত ক্রিম মুছে ফেলুন। ক্রিম হাতের ত্বককে নরম এবং কোমল রাখবে। একইসঙ্গে শুষ্ক ও নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে।

Link copied!