সারা দেশে জুলাই বর্ষপূর্তি ও জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার রাজবাড়ী সফরে যাওয়ার কথা আছে। এদিন জেলা শহরে পদযাত্রা শেষ করে ১ নম্বর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হবে। এদিকে এ কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তাসনিম জারা লেখেন, ‘রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গোদার বাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভান্ডারের চমচম এখনো ভুলতে পারি না।’ তিনি আরও যোগ করেন, ‘এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভ্যুত্থানের নেতাদের সঙ্গে নিয়ে। ১৭ জুলাই, বিকেল ৪টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ী রেলগেটে।’
এনসিপি নেত্রীর এই পোস্টে আজ দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৮৬ হাজার লাইক, প্রায় ৪ হাজারের বেশি মন্তব্য জমা হয়।