জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে লাল স্কচটেপ প্যাঁচানো অবস্থায় একটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির কার্যালয়ের সামনে ফুটপাতের পাশে এটি পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, দুপুর ২টার পর কে বা কারা এটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
বাংলামোটর সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা এখানে একটি অবিস্ফোরিত ককটেলসদৃশ কিছু একটা পড়ে থাকতে দেখেছি। তবে কখন কে বা কারা এটি নিক্ষেপ করেছে সেটা আমরা বলতে পারছি না।”
তিনি বলেন, “ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকে আমরা এ বিষয়ে জানতে পারি।”