• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কোন লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন ডেঙ্গু জ্বর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০১:০৮ পিএম
কোন লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন ডেঙ্গু জ্বর

ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা এখনো কমেনি। ডেঙ্গু ভেবে এখনো জ্বর হলেই ঘরের সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন এবং বেশির ভাগ ক্ষেত্রেই ধরা পড়ছে ডেঙ্গু। চলুন জেনে নিই এ সময় জ্বরের সঙ্গে কোন কোন লক্ষণ থাকলে বুঝবেন ডেঙ্গু টেস্ট করাতে হবে।

  • ২-৭ দিনের জ্বর
  • সঙ্গে মাথার যন্ত্রণা
  • দুর্বলতা
  • শরীরে লালচে ফুসকুড়ি
  • চোখের পেছনের ব্যথা ও যন্ত্রণা
  • শরীরের কোনো অংশে রক্তক্ষরণ ইত্যাদি।

ওপরের উপসর্গগুলো দেখলেই অবিলম্বে ডেঙ্গু টেস্ট করানো জরুরি। একই সঙ্গে যদি কোনো রোগীর জ্বরের সঙ্গেই শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে সমস্যা দেখা দেয়, তাহলে তাকেও অবিলম্বে ডেঙ্গু টেস্ট করতে হবে।  চিকিৎকেরা পরামর্শ দিচ্ছেন, দুই দিনের বেশি উচ্চমাত্রায় জ্বর থাকলে ও ওপরের অন্যান্য উপসর্গ না থাকলেও ডেঙ্গু টেস্ট করতে হবে।

Link copied!