• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

নবম পে-কমিশন নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১১:৩২ এএম
নবম পে-কমিশন নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

খুব শিগগির নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সা‌লেহউদ্দিন আহ‌মেদ।

বুধবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।

সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগঠনের সব কর্মসূচি বাস্তবায়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বুধবার অনুষ্ঠিত সংযুক্ত পরিষদের জরুরি সভায় জানানো হয়, অর্থ উপদেষ্টা সংগঠনটির নেতাদের আশ্বস্ত করেন যে খুব স্বল্প সময়ের মধ্যেই নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাক্রমে চূড়ান্তভাবে পে-কমিশনের ঘোষণা করা হবে। 
এছাড়া সংযুক্ত পরিষদের নেতারা উপদেষ্টাকে সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন-ভাতা চালুর যৌক্তিকতা তুলে ধরেন। অর্থ উপদেষ্টা সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন-ভাতা চালুর প্রতিবন্ধকতা থাকার কথা নয় মর্মে বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে নেতাদের আশ্বস্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী, নজরুল ইসলাম, মো. নুরুজ্জামাল,  মিজানুর রহমান শিবলু,  শাহাব উদ্দিন, আব্দুল কাদের, শুভ, সুমন জিমানুর রহমান, শহীদুল ইসলাম, তোফাজ্জ হোসেন প্রমুখ।

Link copied!