শেরপুরের নালিতাবাড়ীর বনাঞ্চল থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা-কাটাবাড়ি থেকে হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়। পরে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
বন বিভাগ ও স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, হাতির আক্রমণ থেকে জানমাল রক্ষার জন্য স্থানীয় কৃষকরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। এতে আলো দেখে ভয়ে বন্যহাতির দল ধানক্ষেতে ও লোকালয়ে কম প্রবেশ করে। শুক্রবার (৪ জুলাই) রাতে বন্যহাতির একটি দল খাবারের সন্ধানে নাকুগাঁও এলাকা থেকে দাওধারা-উত্তর কাটাবাড়ি এলাকায় আসে। শনিবার সকালে ওই এলাকায় একটি মৃত হাতি পড়ে থাকার খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হতে পারে।
শেরপুর জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমিন বলেন, “ঘটনাস্থলে বিদ্যুতের তারের কোনো আলামত পাওয়া যায়নি। তবে হাতির শুঁড়ে সামান্য পোড়ার মতো দাগ আছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।”
মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, “মাদী হাতিটির বয়স প্রায় ১৬ বছর হবে। ময়নাতদন্ত শেষে হাতি মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”