• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ২৯৪ জন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৭:৩১ পিএম
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ২৯৪ জন
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীসহ সাড়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে অর্ধেকই আক্রান্ত হয়েছেন বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৩৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৬৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৪৫ জন।

Link copied!