• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

তানজিন তিশার ‘সন্তানের’ ছবি প্রকাশ করলেন জাওয়াদ নির্ঝর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৯:১৮ পিএম
তানজিন তিশার ‘সন্তানের’ ছবি প্রকাশ করলেন জাওয়াদ নির্ঝর

প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর একটি শিশুর ছবি প্রকাশ করেছেন। শিশুটি অভিনেত্রী তানজিন তিশার বলে দাবি করেছেন তিনি।

শনিবার (৫ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে তিনটি ছবি প্রকাশ করেন জাওয়াদ নির্ঝর। যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি।

দুটি ছবিতে দেখা যায়, একটি শিশুকে কোলে নিয়ে তিশার গভীর মমতায় স্নেহ করার দৃশ্য। অপর ছবিতে দেখা যায়, দুটি শিশু দোলনায় বসে রয়েছে।

ছবিগুলো পোস্ট করে নির্ঝর লিখেছেন, “সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে। অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন। সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে।”

তিশা সন্তান নিয়ে মিথ্যাচার করেছে দাবি করে নির্ঝর আরও লেখেন, “তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেনে। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।”

Link copied!