• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৬

করোনায় প্রাণ গেল আরও ১ জনের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৮:৩৪ পিএম
করোনায় প্রাণ গেল আরও ১ জনের
করোনা পরীক্ষা। ছবি : সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

শনিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 
এতে বলা হয়, গত একদিনে ২৩৯টি নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হার ২ দশমিক ৫১ শতাংশ।

ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে এবং এখানেই সর্বোচ্চ ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া কক্সবাজার, ময়মনসিংহ ও দিনাজপুরে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৩ জন নারী এবং ১১ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বর্তমানে করোনায় মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ। আর ২০২০ সালে প্রথম শনাক্তের পর থেকে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৩ জনে।

Link copied!