সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪ ওভারে ১৭/১ (ইমন ৫*, শান্ত ৪*; তানজিদ ৭)
তৃতীয় ওভারেই ভাঙলো বাংলাদেশের ওপেনিং জুটি। ২.৩ ওভারে ১০ রানে পড়লো প্রথম উইকেট। আসিথা ফার্নান্ডোর বলে কুশল মেন্ডিসের ক্যাচ হন তানজিদ হাসান তামিম। ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ১১ বলে ৭ রান করেছেন এই ওপেনার।
তানজিদ-ইমনের সতর্ক ব্যাটিং
দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছেন। প্রথম দুই ওভারে ১০ রান বাংলাদেশের।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, লিটন-তাসকিন বাদ
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতেছে বাংলাদেশ। তারা আগে ব্যাটিং নিয়েছে। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। লিটন দাস ও তাসকিন আহমেদ বাদ পড়েছেন। জায়গা পেয়েছেন হাসান মাহমুদ ও শামীম হোসেন পাটোয়ারী। কিপিং করবেন জাকের আলী।
শ্রীলঙ্কা দলে দুটি পরিবর্তন। মিলান রত্নায়েক ও ইশান মালিঙ্গার বদলে একাদশে দুনিথ ভেল্লালাগে ও দুষ্মন্ত চামিরা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্ডো।
হারের বৃত্ত ভেঙে সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে ৫ রানে ৭ উইকেটের হারিয়েছিল বাংলাদেশ। ওই রেশ না কাটতেই শনিবার আরও একটি ম্যাচ খেলতে নামছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। টানা সাত ম্যাচ জয়হীন বাংলাদেশ। আজ হারের বৃত্তটা ভেঙে সিরিজ বাঁচানোর মিশনে নামবে মিরাজ-শান্তরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশের সময় বেলা তিনটায় শুরু হবে।
ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট। পঞ্চাশ ওভারের খেলা ক্রিকেটাররা ভালো বোঝেন এবং ভালোই খেলেন। কিন্তু এখন সেই পছন্দের ফরম্যাটেই বাংলাদেশের পারফরম্যান্স ভালো যাচ্ছে না। শেষ সাত ওয়ানডেতে জয়হীন তারা। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়, বাকি সব ম্যাচেই দলই হেরে গেছে। ফলে ওয়ানডেতে বাংলাদেশের অবস্থান এখন শঙ্কাজনক। আজ আরও একটি ম্যাচ খেলতে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। এই ম্যাচে হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ সফরকারীদের সামনে।