• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

বাবা-মায়ের যে ভুলে সন্তান প্রতিবন্ধী হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ১০:০৭ এএম
বাবা-মায়ের যে ভুলে সন্তান প্রতিবন্ধী হয়

সন্তান ছেলে কিংবা মেয়ে হচ্ছে তা বড় নয়, একটি সুস্থ সন্তান জন্ম হওয়াই বড় বিষয়- বর্তমান সময়ের প্রেক্ষাপটে এমনই মন্তব্য করেন চিকিত্সকরা। বিশ্বজুড়ে প্রতিদিন অসংখ্য শিশুর জন্ম হচ্ছে। সুস্থ শিশুর মাঝে অসুস্থ শিশুও জন্ম নিচ্ছে। অসুস্থ শিশুর মধ্যে প্রতিবন্ধী শিশুর সংখ্যাও রয়েছে। 

শিশু যেমনই হোক তাকে আগলে রাখেন বাবা-মা। কিন্তু জানেন বাবা মায়ের কিছু ভুলের কারণে প্রতিবন্ধী শিশুর জন্ম হতে পারে। ছোট্ট কিছু ভুল আজীবনের আফসোস হতে পারে। চলুন জেনে নেই সেই ভুলগুলো কী কী।

  • গর্ভবতী অবস্থায় নারীদের বিশেষ সাবধানে থাকতে হয়। গর্ভবতী নারী যদি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খান তবে তা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। কারণ অনেক ঔষধ ভ্রুনের অঙ্গ তৈরিতে বাধা দেয়। শিশু বিকলাঙ্গ বা প্রতিবন্ধিতা নিয়ে জন্ম নেয়।
  • গর্ভবতী মা যদি দীর্ঘদিন রক্তাল্পতায় ভোগেন এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খেতে পারেন তবে ভ্রুনের গঠনে সমস্যা হয়। শিশু গঠনগত বিকলাঙ্গ দেখা দেয়। শিশুর মস্তিস্কের বিকাশ ব্যাহত হয়। যা প্রতিবন্ধী শিশু জন্ম হওয়ার অন্যতম কারণ। দেশে অধিকাংশ নবজাতক কম ওজন নিয়ে জন্মায়। যাদের মৃত্যু ঝুঁকি থাকে।
  • গর্ভাবস্থায় মায়েরা যদি বড় কোনও রোগে আক্রান্ত হয় তবুও শিশুর পুষ্টিতে ঘাটতি হতে পারে। গর্ভাবস্থায় প্রথম তিন মাসে মা যদি যক্ষ্মা, ম্যালেরিয়া, জার্মানহাম, চিকেনপক্স, মাম্পস, রুবেলা ভাইরাস, এইডসে আক্রান্ত হোন তবে তার প্রভাব ভ্রুনের ওপর পড়বে। এতে শিশু শারীরিকভাবে বিকলাঙ্গ কিংবা মানসিক প্রতিবন্ধী হতে পারে।
  • গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস, উচ্চরক্ত চাপ, কিডনির সমস্যা, থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকলেও শিশু প্রতিবন্ধী হতে পারে। 
  • গর্ভাবস্থায় মায়েরা যদি ফরমালিন দেওয়া খাবার খায় তবে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী শিশু জন্ম নিতে পারে।
  • গর্ভধারণের সময় মায়ের বয়স কম বা বেশি দুটিই শিশুর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অপরিণত বয়সে প্রজণন অঙ্গের বিকাশ সম্পূর্ণ হয় না। আবার বেশি বয়সে অন্ত:ক্ষরাগ্রন্থির স্বাভাবিক কার্যাবলী হ্রাস পায়। তাই ৩৫ বছরের পর সন্তান জন্ম নিলে তা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে।
  • গর্ভাবস্থায় মা যদি ঘন ঘন খিঁচুনি রোগে আক্রান্ত হন তবে গর্ভস্থ শিশুর শরীরে অক্সিজেনের অভাব হয়। এতে শিশু মানসিক প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হতে পারে।
  • গর্ভাবস্থায় প্রথম তিন মাস এক্স-রে বা অন্য কোনো ভাবে মায়ের দেহে তেজস্ক্রিয় রশ্মি প্রবেশ করে তবে গর্ভস্থ ভ্রুণের নার্ভতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে শিশু মানসিক প্রতিবন্ধী হতে পারে।
  • গর্ভবতী মা যদি RH পজেটিভ এবং বাবা যদি RH নেগেটিভ হয় তা হলে গর্ভস্থ সন্তানের RH পজেটিভ বা নেগেটিভ হতে পারে। এতে RH অসংগতা RH Incompatibility বলা হয়। এই অবস্থায় সন্তান জন্ম হতে পারে। আর বেঁচে গেলেও মস্তিস্কের ত্রুটি নিয়ে জন্মাতে পারে।
Link copied!