বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিনোদনমাধ্যমের খবর অনুযায়ী, সবকিছু পরিকল্পনা মতো হলে চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই নায়িকা।
শ্রদ্ধার জীবনসঙ্গী হিসেবে যার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, তিনি লেখক রাহুল মোদী। কিছুদিন ধরেই রাহুল ও শ্রদ্ধার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন চলছে। একাধিকবার তাদের একসঙ্গে বিমানে ভ্রমণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সাংবাদিকদের সামনে শ্রদ্ধা বরাবরই এ বিষয়ে চুপ থেকেছেন।
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, শ্রদ্ধার খাওয়ার সময়কার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেন রাহুল। ভিডিওতে লজ্জায় মিষ্টি প্রতিক্রিয়া দিতে দেখা যায় অভিনেত্রীকে। সেই দৃশ্যকে কেন্দ্র করেই বলিউড মহলে আলোচনা আরও জোরদার হয়েছে— ধীরে ধীরে কি তবে প্রকাশ্যে আসছে তাদের সম্পর্ক?
তবে বিয়ের প্রসঙ্গে এখনো পর্যন্ত শ্রদ্ধা কিংবা রাহুলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে ভক্তদের অপেক্ষা— এ বছরের শেষটা কি তবে শ্রদ্ধার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে?