• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২৩, ০৩:২২ পিএম
জাবিতে জলসিঁড়ির নতুন কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাদ্দাম হুসাইন রোহানকে সাধারণ সম্পাদক এবং রাহাতুল ফেরদৌস রাত্রীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রনি হায়দার তুর্য ও দুর্জয় বসাক। কমিটির অন্য সদস্যরা হলেন—অর্থ সম্পাদক মো. ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার শিকদার, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ করিম পাটোয়ারী রুপম, দপ্তর সম্পাদক ধীরাজ রায় ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান মনির।

কার্যকরী সদস্য হিসেবে আছেন তপু চন্দ্র দাস, প্রমা রাহা, সুরভী চক্রবর্তী, শাশ্বত প্রামাণিক। কমিটিতে ৩৮ জনকে সম্মানিত সদস্য ও ১৫ জনকে বিশেষ সম্মানিত সদস্য করা হয়েছে।

আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মত সৃষ্টিশীল হতে চাই—শ্লোগানকে ধারণ করে জলসিঁড়ি তার সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ২০০২ সালে সংগঠনটি পথচলা শুরু। এটি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের অন্যতম সদস্য সংগঠন। গান ও নাটকের ক্ষেত্রে ‘জলসিঁড়ি’ নিজস্ব সত্তার অধিকারী। সংগীতের বিভিন্ন অঙ্গন এবং নাটকের অধিকাংশ শাখাতেই রয়েছে জলসিঁড়ির অংশগ্রহণ।

Link copied!