• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০৭:৫৪ এএম
সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল

সোমবার (২৮ নভেম্বর) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে। ইতোমধ্যে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রস্তুত রয়েছে বলে জানায়  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ফল প্রকাশের কথা ছিল। তবে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ফল প্রকাশে করা সম্ভব হয়নি বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত।

মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত জানান, ফল প্রকাশের পর নিয়োগ দেওয়ার কাজও দ্রুতই শুরু হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৩২ হাজার ৫৭৭ পদেই নিয়োগ দেওয়া হচ্ছে। এই  নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হয়। তবে চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে একবারেই।

এই নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন।

Link copied!