• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

আমগাছে ঝুলছিল স্কুলছাত্রের লাশ


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৩:১৪ পিএম
আমগাছে ঝুলছিল স্কুলছাত্রের লাশ

ঝিনাইদহের সদর উপজেলায় আপন হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার পগলানাই এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আপন ওই এলাকার আক্তার ড্রাইভারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক আব্দুল হক।

আব্দুল হক জানান, নিহত আপন স্থানীয় এ এম মতলেবুর রহমান হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল থেকে পিকনিকে যাওয়ার জন্য মায়ের কাছে চাঁদার টাকা চেয়েছিল। টাকা না পেয়ে অভিমানে বাড়ির পাশের একটি আমগাছের ডালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!