• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

হিটস্ট্রোকে মিষ্টি ব্যবসায়ীর মৃত্যু


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ১১:৪৫ এএম
হিটস্ট্রোকে মিষ্টি ব্যবসায়ীর মৃত্যু

নাটোরে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে সঞ্জয় ঘোষ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলি গ্রামের ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সঞ্জয় ঘোষ একজন মিষ্টি ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের চড়ক মেলা অনুষ্ঠিত হয় শিধুলি মাঠে। বিকেলে মেলাতে চড়ক ঘোরানো দেখতে সুস্থ শরীরে বাড়ি থেকে বের হন সঞ্জয়। সেখানে গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে ছুটে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। 

নিহতের পিতা সুদর্শন ঘোষ বলেন, সঞ্জয়ের আয়েই চলত তাদের ছয় সদস্যের পরিবার। ছেলে মারা যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুজাউদৌলা বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে কী কারণে সঞ্জয়ের মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা মুশকিল। তবে প্রাথমিক ভাবে হিটস্ট্রোকের মতোই মনে হয়েছে।

Link copied!