• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

বাবার ভোট দিতে এসে আটক ছেলে


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৪, ০৭:৩৮ পিএম
বাবার ভোট দিতে এসে আটক ছেলে

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বাবার ভোট দিতে পুলিশের হাতে আটক হয়েছে নাজমুল হোসেন (১৪) নামের কিশোর।

বুধবার (৮ মে) দুপুরে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের সুবকচনা কেন্দ্রে জালভোট দেওয়ার সময় ওই তাকে আটক করা হয়।

আটক নাজমুল হোসেন উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের সুবকচনা গ্রামের আব্দুল কাদের মিয়া ছেলে।

সুবকচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার জানান, “বুধবার দুপুরে বাবার ভোট দিতে এলে নাজমুলকে দোয়াত কলম প্রতীকের এজেন্টের সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করলে জালভোট দেওয়ার উদ্দেশ্যে আসার কথা স্বীকার করে। পরে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন তাকে আটক করেন।

আনোয়ার আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন।

মধুপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু (দোয়াত কলম), টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী (আনারস) এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Link copied!