চট্টগ্রামের চান্দগাঁওয়ে সাহেদ (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ মে) গভীর রাতে নগরে কাপ্তাই রাস্তার মাথা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এসময় নিহতের ভাই ও তার স্ত্রীকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. জাহেদ (২৭) ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিবাদের জেরে বড় ভাই সাহেদের সঙ্গে ঝগড়া হয় ছোট ভাই জাহেদ আর তার স্ত্রী তাসনিমের। ঝগড়ার এক পর্যায়ে ভাঙচুর করা হয় ঘরের আসবাব। পরে সাহেদ ঘুমাতে গেলে তাকে কুপিয়ে হত্যা করেন জাহেদ ও তাসনিম। পরে লাশ গুম করতে অ্যাম্বুলেন্সে করে নেওয়ার চেষ্টা করেন দুজনে। তবে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রী দুজনই মাদকাসক্ত। বুধবার রাতে বড় ভাইয়ের সঙ্গে তাদের ঝগড়া হয়। এর জেরেই তাকে কুপিয়ে হত্যা করেন তারা। এরপর লাশ গুম করতে চট্টগ্রাম নগর থেকে পালিয়ে যাচ্ছিলেন দুজন। খবর পেয়ে তাদের আটক করে পুলিশ। সাহেদ ও জাহেদ রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের হাজি মীর হোসেন সওদাগর বাড়ির মৃত জালাল আহমেদের ছেলে। দুই ভাই-ই প্রবাসী।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, বড় ভাইকে হত্যার পর রাতের আঁধারে লাশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।