মাদারীপুরে কালকিনিতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক মামলায় উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২০ মে) জেলার কালকিনি পৌরসভাধীন ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইকবাল হোসেন কালকিনি উপজেলার উত্তর রমজানপুর এলাকার মৃত মোজাম্মেল হক ব্যাপারীর ছেলে। তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার কালকিনি প্রতিনিধি।
স্থানীয়রা জানান, ইকবাল হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কয়েকদিন গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি তিনি উপজেলা পর্যায়ে আবারও সাংবাদিকতা শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমসাময়িক নানা বিষয় নিয়ে তিনি টকশোর আয়োজন করতেন। মঙ্গলবার দুপুরে নিজ ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কালকিনি থানার ওসি খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, “পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে হওয়া একটি নিয়মিত মামলায় ইকবালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”