• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ জ্বিলকদ ১৪৪৬

ঢাকা বোট ক্লাবের অবৈধ স্থাপনা উচ্ছেদ 


সাভার প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৬:১৩ পিএম
ঢাকা বোট ক্লাবের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ঢাকার সাভারের বড়কাকর মৌজার ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে পানি উন্নয়ন বোর্ড। গত দুই দিন ধরে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (২২ মে) দুপুর থেকে বেশ কয়েকটি বুলডোজার ও এক্সকাভেটর নিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের অভিযান।

ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম এই পরিচালনা করেন। আর অভিযানের নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আইনুল হক।

আয়নুল হক জানান, সাভারের বড়কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধ প্রভাব খাটিয়ে সেই অধিগ্রহণকৃত জায়গার পৌনে ১১ একর জমি অবৈধভাবে দখল করে সেখানে নানা রকম স্থাপনা গড়ে তুলেছে বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড। 

তিনি আরও বলেন, “চলতি বছরের ২৪ জানুয়ারি ক্লাব কর্তৃপক্ষকে সাত দিনের নোটিশ দিয়ে সরকারি জমি ছেড়ে দিতে বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই সরকারি জমি উদ্ধার করতে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি।”

অভিযান চলাকালে ক্লাবের পক্ষ থেকে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি। যোগাযোগ করা হলেও ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে নিরবতা পালন করেছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ কোনো সাড়া দেননি।

প্রসঙ্গত, ২০১৪ সালে যাত্রা শুরু করা অভিজাত ক্লাবটি গড়ে তোলা হয় একুশ শতকের আধুনিক প্রযুক্তি ও বিনোদন সুবিধা নিয়ে। রুবেল আজিজ, শওকত আজিজ রাসেল, বখতিয়ার আহমেদ, শাহেদুল ইসলাম, জহির আহমেদ, আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও নাসির উদ্দিন আহমেদ ক্লাবটি প্রতিষ্ঠা করেন।

অভিযোগ রয়েছে, শুরুতে কিছু জমি বৈধভাবে কেনা হলেও পরে ব্যক্তি মালিকানাধীন ও সরকারি জমি দখল করে ক্লাবের পরিসর বাড়ানো হয়। তৎকালীন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ক্লাবের সভাপতির দায়িত্বে থাকায় অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননি বলে অভিযোগ স্থানীয়দের।

বর্তমানে ক্লাবটির সদস্য সংখ্যা প্রায় দুই হাজার। ২০২১ সালের ৯ জুন ঢালিউড অভিনেত্রী পরীমনির অভিযোগের ঘটনায় ক্লাবটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ওই ঘটনায় তিনি অভিযোগ করেন, ক্লাবের ভেতরে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছিল। অন্যদিকে ব্যবসায়ী নাসির উদ্দিনও পাল্টা মামলা করেন।

Link copied!