মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৩ লাখ টাকার জাল নোটসহ মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ভারতীয় রূপিও উদ্ধার করা হয়। এসব টাকা কোরবানির পশুর হাটে ছাড়ার পরিকল্পনা ছিল।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোবেল চাকমা বিষয়টি জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিককে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল টাকা ও জাল রূপি উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে ২ লাখ ৭৭ হাজার ২০০ জাল টাকা, ৩ হাজার ৯০০ জাল রূপি।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে তিনি জাল টাকার ব্যবসার সঙ্গে যুক্ত। মূলত আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে তিনি জাল টাকাগুলো নিয়ে এসেছিলেন।
তিনি জানান, যুগেন্দ্র মল্লিকের বিরুদ্ধে এর আগেও জাল টাকার মামলা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রূপীসহ র্যাব গ্রেপ্তার করেছিল।
সবশেষ বৃহস্পতিবারের ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল ও ডিবির ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা।