বান্দরবানে গাছ কাটতে আসা আট রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) সকালে বান্দরবান পৌরসভার বালাঘাটা মুসলিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আবদুল করিম (৪৫), শামসুল আলম (৪০), আয়াতুল্লাহ (৩৫), কুল্লাহ মিয়া (৪৫), মুজিবুল্লাহ (২৫), মো. তৈয়ব (২২), করিম উল্লাহ (২২) ও সৈয়দুল্লাহ (২২)। তারা সবাই কক্সবাজার উখিয়া ট্যাংকখালি ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান পৌরসভার বালাঘাটা মুসলিমপাড়া এলাকায় বেশ কয়েকজন রোহিঙ্গা অবস্থানের খবর পেয়ে অভিযান পরিচালনা করে বান্দরবান সদর থানা পুলিশ। এসময় ক্যাম্প থেকে পালিয়ে আসা আট রোহিঙ্গাকে আটক করা হয়।
আটকদের মধ্যে রোহিঙ্গা মাঝি (নেতা) আবদুল করিম জানান, গত দেড় মাস ধরে তক্রা বালঘাটা মুসলিমপাড়ার বিভিন্ন এলাকায় গাছ কাটার শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন তারা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের কক্সবাজার ট্যাংকখালী ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।