• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ, ১৪৪৪

ফারাক্কা বাঁধে ভারতীয় সেনাদের ‘মক ড্রিল’ শুরু 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৯:১১ এএম
ফারাক্কা বাঁধে ভারতীয় সেনাদের ‘মক ড্রিল’ শুরু 
ফারাক্কা বাঁধ

ফারাক্কা বাঁধে হামলা প্রতিহত করতে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতীয় সেনাদের মক ড্রিল। গুরুত্বপূর্ণ স্থানটিতে সন্ত্রাসবাদের ঘটনা ঘটলে, নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের একত্রে কাজের কৌশলগত দিক পরীক্ষা করা হয় মহড়ায়।

ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সংযোগকারী ফরাক্কা ব্যারাজ অঞ্চলকে সুরক্ষিত করতে মাল্টি এজেন্সি মক এক্সারসাইজের আয়োজন করা হয়। ফারাক্কা বাঁধের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (সিআইএসএফ)। তবে তাদের সঙ্গে মহড়ায় আরও অংশ নেন বিএসএফ, রাজ্য পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা। 

ভারত-পাকিস্তকান যুদ্ধ আবহে এর আগে ভারত-বাংলাদেশ সীমান্তে ফরাক্কা ব্যারাজ ও ব্যারাজ সংলগ্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছিল কর্তৃপক্ষ। 

Link copied!