• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৩:০৮ পিএম
রেললাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
বস্তাভর্তি ফিশপ্লেট ক্লিপ। ছবি : সংবাদ প্রকাশ

নীলফামারীতে রেললাইনের বেশ কিছু ফিশপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী বিষয়টি টের পাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় চিলাহাটি-খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডোমার-চিলাহাটি পথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রেললাইনের লোহালক্কর খোলার শব্দ শুনতে পান  ওই এলাকার লোকজন। এলাকাবাসী জোটবদ্ধ হয়ে ধাওয়া করলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। তারা বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থামানো হয়।

বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন বলেন, “এলাকাবাসীর ধাওয়ায় দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২ পিস ফিশপ্লেট ক্লিপ পাওয়া যায়।এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।”

নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, “লাইন মেরামত শেষে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে।”

Link copied!