• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

সাংবাদিকদের জন্য লাইব্রেরি করার আশ্বাস জেলা প্রশাসকের


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০৮:৫২ পিএম
সাংবাদিকদের জন্য লাইব্রেরি করার আশ্বাস জেলা প্রশাসকের

নওগাঁয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সীমিত আসন করাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘণ্টাব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার ১১টি উপজেলার প্রতিনিধিসহ জেলার সকল সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার অবহেলিত সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সার্বিক সহযোগিতাসহ দক্ষ সাংবাদিক গড়ে তুলতে এবং জেলায় সাংবাদিকদের জন্য আলাদা লাইব্রেরি গড়ে তোলার আশ্বাস দেন।

বিবাদমান সমস্যা উত্তরণের মধ্য দিয়ে উভয়েই আন্তরিকের মাধ্যমে এগিয়ে আসবেন বলে সর্বশেষ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সম্পাদক সফিক ছোটন, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সোহেল রানা জয়, সাংগঠনিক সম্পাদক এম এ রাজ্জাক, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদিকুল ইসলাম, সম্পাদক এম আর রকি, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক আশরাফুল নয়নসহ উপজেলার বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা, উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Link copied!