• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

তিন বছরের সাজার ভয়ে ভিক্ষুকের বেশে ৮ বছর


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০৩:২০ পিএম
তিন বছরের সাজার ভয়ে ভিক্ষুকের বেশে ৮ বছর
৩ বছরের সাজার ভয়ে ভিক্ষুক ছদ্মবেশ নেন মো. চাঁন মিয়া

কুড়িগ্রামের উলিপুরে ৩ বছরের সাজার ভয়ে ৮ বছর ভিক্ষুক সেজে পলাতক ছিলেন মো. চান মিয়া নামের এক ব্যক্তি। তাতেও শেষ রক্ষা হয়নি। রোববার (১৭ ডিসেম্বর) রংপুর নগরীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা-পুলিশ।

পুলিশ জানায়, জেলার উলিপুর উপজেলার গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির মামলায় ২০১৫ সালে মো. চান মিয়ার ৩ বছরের সাজা হয়। সাজার ভয়ে তিনি বিভিন্ন জেলায় ছদ্মবেশে ৮ বছর পলাতক ছিলেন। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষুক সেজে ভিক্ষা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, চান মিয়া ৩ বছরের সাজার ভয়ে ৮ বছর ধরে ভিক্ষুক সেজে পলাতক ছিলেন। উলিপুর থানা পুলিশের চৌকস তদন্তে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কুড়িগ্রাম জেলা পুলিশ।

Link copied!