ভোলায় অটোরিকশা থেকে পড়ে অ্যাম্বুলেন্সের চাপায় আরিফ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ আগস্ট) দুপুর ৩টার দিকে সদর উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের রূপসী সিনেমা হল সংলগ্ন পানের আড়ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরিফ একই উপজেলার শিবপুর ইউনিয়নের মধ্যরতনপুর গ্ৰামের মো. বাসেদের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আরিফ বাবা মায়ের সঙ্গে অটোরিকশায় বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রূপসী সিনেমা হল সংলগ্ন পানের আড়ত এলাকায় অটোরিকশা থেকে পড়ে যায় সে। এসময় দ্রুতগামীর একটি অ্যাম্বুলেন্স আরিফকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। জেলা প্রশাসনের অনুমতি পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































