গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছরের শিশু, উদ্ধারে অভিযান চলছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৮:১৭ পিএম
গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছরের শিশু, উদ্ধারে অভিযান চলছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু। কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে আজ বুধবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মেজবাহ উদ্দিন নামের শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে গর্তের ১২ ফুট গভীরে শিশুটির অবস্থান শনাক্ত করেছেন।

 

 

নিখোঁজ শিশু স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলামের সন্তান। পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, চার-পাঁচ বছর আগে সরকারি উদ্যোগে তাদের ঘর থেকে ৩০-৪০ ফুট দূরে গভীর নলকূপ স্থাপনের জন্য গর্ত খনন করা হয়। কিন্তু পরবর্তীতে নলকূপ বসানো হয়নি এবং গর্তটি খোলা অবস্থায় রয়ে যায়। আজ বিকেলে ওই অরক্ষিত গর্তে পড়ে নিখোঁজ হয় শিশুটি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল চারটার দিকে শিশুটি বাড়ির পাশের গর্তে পড়ে যায়। কীভাবে এ ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। ফায়ার সার্ভিসের ক্যামেরায় গর্তের ১২ ফুট নিচে শিশুটিকে দেখা গেছে।

কদলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনাস্থল থেকে জানান, তিন-চার বছর আগে সরকারি প্রকল্পের আওতায় গভীর নলকূপ বসানোর কাজ শুরু হলেও তা সমাপ্ত করা হয়নি। কেন নলকূপ বসানো হয়নি, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

 

 

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আদম আলী জানান, সন্ধ্যার পর খবর পেয়ে তিনটি ইউনিট কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উদ্ধার কাজে নেমেছেন তারা। ক্যামেরার মাধ্যমে গর্তের ১২ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছে।

এদিকে ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, এলাকাবাসী বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের প্রাথমিক চেষ্টা চালাচ্ছেন।

 

 

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে একই ধরনের ঘটনায় পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। ৩০ ফুট গভীর গর্ত থেকে প্রায় ৩২ ঘণ্টা পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!