শেখ হাসিনার মত সৈরাচার দেখতে না চাইলে বললেন আসিফ মাহমুদ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:১৪ পিএম
শেখ হাসিনার মত সৈরাচার দেখতে না চাইলে বললেন আসিফ মাহমুদ

শেখ হাসিনার মতো স্বৈরাচার দেখতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “শেখ হাসিনার মতো স্বৈরাচার আবার দেখতে না চাইলে গণভোটে হ্যাঁ ভোট দিন। ভোটাধিকার রক্ষা ও দুর্নীতি–চাঁদাবাজি বন্ধ করতে চাইলে গণভোটে হ্যাঁ দেওয়া জরুরি।” তিনি আরও বলেন, “যারা আমাদের মা–বোনদের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর ও বিজয়নগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ এবং ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী।

এ ছাড়া বক্তব্য দেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসান, জেলা সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী, এনসিপির জেলা সদস্যসচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী ও জাতীয় যুব শক্তির সভাপতি ফরহাদ সোহেলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!