চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনা বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বড়তাকিয়া বাজারে জাহেদিয়া মাদরাসার সামনে ঘটে।
নিহতদের একজন খাদিজা মাশমুম (১৬), বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রী ওঠানামার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় চট্টগ্রামমুখী লেনের একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশের এক পথচারীও আহত হন। ট্রাকটি পরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার জানান, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




































