চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া এক শিশুকে প্রায় চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে গর্ত থেকে তোলা হয়।
এর আগে বুধবার বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে নিখোঁজ হয় শিশু মেজবাহ উদ্দিন। সে ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির বাড়ি থেকে প্রায় ৩০–৪০ ফুট দূরে ৪–৫ বছর আগে সরকারিভাবে গভীর নলকূপ স্থাপনের জন্য একটি গর্ত খোঁড়া হয়। তবে সেখানে কখনো নলকূপ বসানো হয়নি। বিকেলে খেলতে গিয়ে শিশুটি অসাবধানতাবশত ওই গর্তে পড়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেলে শিশুটি গর্তে পড়ে যাওয়ার খবর পাওয়ার পর সন্ধ্যায় উদ্ধার অভিযান শুরু করা হয়। এক পর্যায়ে গর্তের প্রায় ১২ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এরপর পাইপের মাধ্যমে সেখানে অক্সিজেন সরবরাহ করা হয়। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে সহায়তা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর শিশুটিকে গর্ত থেকে তোলা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, বিকেল চারটার দিকে শিশুটি বাড়ির পাশের পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিসের ক্যামেরায় গর্তের নিচে শিশুটিকে দেখা যায়। পরে রাতে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগেও এমন দুর্ঘটনার নজির রয়েছে। গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ। প্রায় ৩২ ঘণ্টা পর ৩০ ফুট গভীর গর্ত থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।



































