\বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আসন্ন নির্বাচনে জয়ী হলে সংসদে প্রথম কাজ হবে ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য জোর দাবি তোলা।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পার্থ বলেন, “আপনারা আমাকে ভোট দিলে ভোলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। সংসদে গেলে আমি সাহসের সঙ্গে আপনাদের অধিকারের কথা বলব এবং ভোলা-বরিশাল সেতুর নির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখব।”
তিনি আরও বলেন, ভোটের সময় অনেক প্রলোভন আসতে পারে, তবে ভোটারদের মনে রাখতে হবে কে সত্যিকারভাবে মানুষের অধিকারের পক্ষে কাজ করবে। ধর্মকে রাজনৈতিক প্রচারণার মাধ্যমে ব্যবহার করা হলেও তা প্রতারক প্রচেষ্টা হিসেবে বর্জন করার আহ্বান জানান পার্থ।
নির্বাচনী জনসভায় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম, ও স্থানীয় বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা। সমাবেশে স্থানীয় ভোটার ও দলের বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।




































