• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

বিশ্ব চ্যাম্পিয়ন মেসিদের প্রথম ম্যাচ পানামার বিপক্ষে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৯:৫৭ পিএম
বিশ্ব চ্যাম্পিয়ন মেসিদের প্রথম ম্যাচ পানামার বিপক্ষে

৩৬ বছরের খরা কাটিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। পঞ্চমবারের চেষ্টায় বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ হবে এটা মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু ফাইনাল জেতার পর মেসি বলেন, এখন অবসর নয় চ্যাম্পিয়ন হিসেবে খেলে যেতে চান আরও কিছুদিন।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও কাতারে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল খেলার পর আর কোনো ম্যাচ খেলেনি। অবশেষে চ্যাম্পিয়ন হিসেবে ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ী হিসেবে লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে প্রথম ম্যাচ খেলবেন পানামার বিপক্ষে।

চলতি বছরের মার্চের শেষ সপ্তাহের  পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠের লড়াইয়ে ফিরবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর দেশের মাটিতেই প্রথম দুই ম্যাচ খেলবে তারা। যেখানে পানাম ছাড়া তাদের বাকি প্রতিপক্ষ সুরিনাম।  

রিভার প্লেটের মাঠ এল মনুমেন্তালে ২৩ মার্চ পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে সুরিনামের বিপক্ষে ভেন্যু ও তারিখ চূড়ান্ত না হলেও ম্যাচটি হতে পারে ৬ থেকে ২৮ মার্চের মধ্য।

Link copied!