• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

৬৩০ কোটি টাকার ফ্রান্স ওপেন শুরু ২০ মে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৪, ০৭:০৪ পিএম
৬৩০ কোটি টাকার ফ্রান্স ওপেন শুরু ২০ মে
ছবি: প্রতীকী

আগামী ২০ মে বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট ফ্রান্স ওপেন শুরু হবে। শেষ হবে ৯ জুন। প্যারিসের রোলা গ্যারো স্টেডিয়ামে এবার অনুষ্ঠিত হবে ফ্রান্স ওপেনের ১২৩তম আসর। শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পুরুষ এককে সার্বিয়ার নোভাক জোকোভিচ ও নারী এককে পোল্যান্ডের ইগা সিয়াতেক।

এই টেনিস আসরের মোট অর্থ পুরস্কার ৫৩৪৭৮০০০ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৬৩০ কোটি টাকারও বেশি।  সর্বশেষ ২০২৩ সালের আসরের তুলনায় যা ৭.৮২ শতাংশ বেশি।  

এককে চ্যাম্পিয়ন খেলোয়াড় (পুরুষ ও নারী সমান) পাবেন ২৮ কোটি ৩২ লাখ টাকা। রানারআপ পাবেন ১৪ কোটি ১৬ লাখ টাকা। প্রত্যেক সেমিফাইনালিস্ট পাবেন ৭ কোটি ৬৭ লাখ টাকা। কোয়ার্টার ফাইনালে উঠা সকলেই পাবেন ৪ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা। এমনকি প্রথম রাউন্ড থেকে বিদায় নিবেন যারা তারা প্রত্যেকেই পাবেন ৮৬ লাখ ১৪ হাজার টাকা।

এবার পুরুষ এককে শীর্ষ বাছাই হলেন জোকোভিচ, দ্বিতীয় বাছাই ইতালির জানিক সিনার, তৃতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারেজ, চতুর্থ বাছাই রাশিয়ার দানিয়েল মেদভেদেভ এবং পঞ্চম বাছাই জার্মানীর আলেকজান্ডার জেভিরেভ।

নারী এককে সিয়াতেক শীর্ষ বাছাই। আর দ্বিতীয় বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কা, তৃতীয় বাছাই যুক্তরাষ্ট্রের কোনেকা গফ, চতুর্থ বাছাই কাজাখস্তানের এলনা রাইবাকিনা এবং পঞ্চম বাছাই যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা।   

Link copied!