• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

উইন্ডিজে পুরুষদের সমান বেতন পাবে নারী ক্রিকেটাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪, ০৪:৫০ পিএম
উইন্ডিজে পুরুষদের সমান বেতন পাবে নারী ক্রিকেটাররা
ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও কর্মের ক্ষেত্রে নারীরা পারিশ্রমিক পায় কম। এই লিঙ্গ বৈষম্য দূর করতে নারী ক্রিকেটারদেরও পুরুষদের সমান বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বোর্ড এবং দেশটির ক্রিকেটাররা। এই চুক্তির মাধ্যমে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছে ক্যারিবিয়রা।

স্মারকে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ ও আঞ্চলিক ম্যাচগুলোতে পুরুষের ক্রিকেটারদের সাথে সমান বেতন পাবে নারীরাও। আন্তর্জাতিক দলের প্রাইজ মানি-দলের অধিনাকত্ব ভাতা সবকিছুতে নারী-পুরুষ সমান বেতন পাবেন।

এর আগে নারী-পুরুষের সমতা বজায় রাখতে পুরুষের সমান বেতন দেওয়ার সিদ্ধন্ত নিয়েছিলো ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড।
 

Link copied!