• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

‘তারকা’ ফুটবল দর্শক তুলা আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৬:২৯ পিএম
‘তারকা’ ফুটবল দর্শক তুলা আর নেই
কার্লোস পাসকুয়াল ওরফে ‘তুলা’। ছবি: সংগৃহীত

বিশ্বের যেখানেই মেসিরা ফুটবল খেলতে যেতেন কার্লোস পাসকুয়াল ওরফে ‘তুলা’ সেখানে যেতেনই। এই ফুটবল দর্শক এবার লাখো লাখো দর্শককে কাঁদিয়ে পরপারে চলে গেছেন। 

গত বছর ফিফা দ্য বেস্ট পুরস্কারে ‘বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড’ জিতেছিল আর্জেন্টিনার সমর্থকেরা। যেখানে সাড়ে ছয় লাখের বেশি ভোট পেয়েছিল আলবিসেলেস্তেরা। সবার পক্ষ থেকে সেই গ্রহণ করেছিলেন কার্লোস পাসকুয়াল (যিনি ‘তুলা’ নামেই বেশি পরিচিত)।

তর্কসাপেক্ষে আর্জেন্টাইন ফুটবলের সেরা সমর্থকও বলা হয় তুলাকে। গ্যালারিতে বসে আর্জেন্টিনা জাতীয় দলকে উজ্জ্বীবিত করার চেষ্টা করতেন। তবে এখন থেকে আর গ্যালারিতে দেখা যাবে না তুলাকে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ নিশ্চিত করেছে ৮৩ বছর বয়সী এই আর্জেন্টাইন সমর্থক বুধবার মারা গেছেন।

গত ৩১ জানুয়ারি বুয়েনস এইরেসে মিতের সানাতোরিয়ামে অস্ত্রোপচার করান তুলা। তারপর কোমায় চলে গিয়েছিলেন বলে জানিয়েছিল তার পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে প্রার্থনা চেয়েছিলেন তারা। এবার সবার মায়া কাটিয়ে চলে গেলেন তুলা।

গত বছর ফিফা দ্য বেস্টের মঞ্চে আর্জেন্টাইন সমর্থকদের পক্ষে পুরস্কার হাতে বলেছিলেন, ‘আর্জেন্টাইন হিসেবে আমি খুশি। ১৯৭৪ বিশ্বকাপ থেকে আমি সব বিশ্বকাপ ও কোপা আমেরিকায় (গ্যালারিতে) ছিলাম।’

 

Link copied!