• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

বিশ্বকাপ আর আইপিএল এক নয়: ম্যাকগার্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৪, ০৬:১২ পিএম
বিশ্বকাপ আর আইপিএল এক নয়: ম্যাকগার্ক
জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক। ছবি : সংগৃহীত

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসর আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক। এমন দারুণ পারফরম্যান্সের কারণেও বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা না পাওয়া নিয়ে চলছে সমালোচনা।

তবে এটি নিয়ে আক্ষেপ নেই খোদ ম্যাকগার্কের। বিশ্বকাপ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে আলাদা সেটি বোঝেন এই ব্যাটার। 

অভিজ্ঞতায় ঠাসা অস্ট্রেলিয়া দলে যে জায়গা পাওয়া খুব একটা সহজ নয় সেটিও ঠিকঠাক বোঝেন ম্যাকগার্ক। এক টিভি চ্যানেলের পডকাস্টে তিনি বলেন, ‘এটা বুঝতে হবে যে, দলে জায়গা বের করা কঠিন। ডেভিড ওয়ার্নার আছেন সেখানে, তিন সংস্করণ মিলিয়ে আমাদের সর্বকালের সেরা ওপেনার। ট্রাভিস হেড আছেন, এখানে (আইপিএলে) তিনি জ্বলে উঠেছেন এবং গত দেড় বছর ধরেই দারুণ উজ্জ্বল। এরপর আছেন মিচ মার্শ, তিনিও একইরকম এবং দলের অধিনায়কও।’

শুধু ওপরের দিকের ব্যাটার নয়, বরং মিডল অর্ডারেও নিজেকে দেখছেন না বলে জানান ম্যাকগার্ক। তিনি বলেন, ‘পাঁচ বা ছয় নম্বরেও নিজেকে ব্যাটিংয়ে দেখছি না আমি, কারণ টিম ডেভিড, ক্যামেরন গ্রিন ও এই ধরনের ব্যাটসম্যান দিয়ে জায়গাটি মোটামুটি থিতু। সুযোগ না পাওয়ার ব্যাপারটি তাই এভাবেই দেখি। কোনো সমস্যা নেই। আশা করি, আরও অনেক সময় পড়ে আছে সামনে।’

আইপিএলে ঝড়ো ব্যাটিং করেও দলে জায়গা না পাওয়া নিয়ে আক্ষেপে পুড়ছেন না তরুণ এই ব্যাটার। বরং আইপিএল ও বিশ্বকাপ যে আলাদা, সেটিই বুঝিয়ে দিলেন তিনি, ‘এটা (জায়গা না পাওয়া) আমাকে খুব একটা ভাবায়নি, কারণ আমি এখনও এমন কিছু করিনি যে মনে হতে পারে, দলে জায়গা অর্জন করে নিতে পারি। আইপিএল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে বিশ্বকাপ অনেক বেশি আলাদা।’

Link copied!