• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

সাকিব-মোস্তাফিজ ফিরলেন, ফর্ম হারানো শান্ত-লিটনও স্কোয়াডে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৪, ০৩:১১ পিএম
সাকিব-মোস্তাফিজ ফিরলেন, ফর্ম হারানো শান্ত-লিটনও স্কোয়াডে
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

সামেনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আসর। অংশগ্রহণকারী প্রতিটি দেশই এখন নিজেদের শেষ প্রস্তুটি নিচ্ছে। কেউ প্রস্তুতি নিচ্ছে ভারতের আইপিএলে, কেউ প্রস্তুতি নিচ্ছে জাতীয় দলের হয়ে অন্য কোনো দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে, কেউ প্রস্তুতি নিচ্ছে শুধুমাত্র দলীয় অনুশীলনে।

বাংলাদেশও বসে নেই। ইতোমধ্যে তারা দূর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে তিনটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে। মোস্তাফিজুর রহমান আইপিএলে বেশ খানিকটা প্রস্তুতি সেরেছেন। বাকিটা সারবেন জিম্বাবুয়ের সঙ্গে বাকি দুই ম্যাচে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই দুই ম্যাচে টাইগার স্কোয়াডে এসেছে ৩ পরিবর্তন।

দলে ফিরেছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও মোস্তাফিজ। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন। সবচেয়ে মজার কথা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোনোভাবেই টি-টোয়েন্টি ফরম্যাটের যোগ্য নন। অথচ, তিনিই দলে ঠিকই রয়ে গেছেন। দলে রয়ে গেছেন ফর্ম হারানো লিটন কুমার দাস।

প্রথম তিন ম্যাচ হয়েছে চট্টগ্রামে। শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, শেখ মেহেদি, মোহাম্মদ সাইফউদ্দীন, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।

Link copied!