• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

সেই হৃদয়ের হাতেই ম্যাচসেরার পুরস্কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৪, ০৭:৩৫ পিএম
সেই হৃদয়ের হাতেই ম্যাচসেরার পুরস্কার
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন তাওহীদ হৃদয়। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে বাংলাদেশ দলে টি-টোয়েন্টির মেজাজটা পুরোপুরি যেন দেখা যায় কেবল তাওহিদ হৃদয়ের ব্যাটেই। মাঠে নামলেই চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছেন। এবার টানা দুই ম্যাচে হলেন ম্যাচসেরা। আর তিন ম্যাচেই রান করেছেন টি-টোয়েন্টি স্টাইলে। 

মঙ্গলবার হৃদয়ের ব্যাট থেকে এলো ৩৮ বলে ৩ চার আর ২ ছক্কায় ৫৭ রানের ইনিংস। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি এবং ক্যারিয়ারসেরা ইনিংসও।

এর আগে, চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চাপের মুখে ২৫ বলে ৩ চার আর ২ ছক্কায় অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলা ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন হৃদয়। একই ভেন্যুতে প্রথম ম্যাচেও ১৮ বলে অপরাজিত ৩৩ রান করেছিলেন তিনি।

ঢাকার বাকি দুটি ম্যাচেও হৃদয়ের কাছ থেকে ভালো ব্যাটিং আশা করছে দর্শকরা।   

২৩ বছর বয়সী ব্যাটার ছন্দটা ধরে রাখতে পারলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভালো কিছুর আশা করতেই পারে বাংলাদেশ।

Link copied!