• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

ওয়ানডের এক ইনিংসে ৮৬টি ওয়াইড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৪, ০৬:২৫ পিএম
ওয়ানডের এক ইনিংসে ৮৬টি ওয়াইড
ছবি: প্রতীকী

ওয়ানডে ক্রিকেটে দারুণ এক ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখানে আন্তঃবিশ্ববিদ্যালয়ের ওয়ানডে ক্রিকেট প্রতিযোগীতায় কল্যাণী ও বর্ধমান বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয়।

এদিন ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলায় ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে বর্ধমান। লক্ষ্য তাড়া করতে নামে কল্যাণী। তাদের ইনিংসে ১০১ রান খরচা করে বর্ধমানের বোলাররা। যেখানে ৮৬ রান আসে ওয়াইড থেকে। নো বল ১১টি ও চার রান বাই।

তবে বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিযোগিতায় অতিরিক্ত ১০১ রান হওয়ায় অনেকেই সন্দেহ করছেন। শুধু তাই নয় ম্যাচ শেষ হতে দেরি হওয়ায় অতিরিক্ত ২৭ রান পেনাল্টি হয় বর্ধমানের। ফলে ২৪৪ রান করে পাঁচ উইকেটের জয় পায় কল্যাণী বিশ্ববিদ্যালয়।

কিন্তু এমন ইনিংসের কারণ খুজে পাচ্ছে না ক্রিকেট অব বেঙ্গলের (সিএবি)। অনেকেই মনে করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে না চাওয়ার জন্যই এই কাজ করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। অভিযোগ উঠছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটাররা নাকি ম্যাচ ছেড়ে দিয়েছিলেন। তা না হলে বিশ্ববিদ্যালয়ের খেলায় ১০১ রান অতিরিক্ত হবে কেন।

Link copied!